Thursday, September 12, 2013

অমর চিত্র কথা - বাঘ তাড়ানোর গল্প


গল্প বলার একটা মজা আছে, কিন্তু গল্প শোনার মজা আরো বেশি। অনেকসিন আগে আমাদের ঠাকুমা যে গল্পটি তাঁর ঠাকুমার মুখে শুনেছিলেন, এখনো তার আনন্দ একটুও শুকিয়ে যায়নি। তবে, একটা কথা আছে, গল্পটি কিন্তু গল্পই হতে হবে। আজকের গল্প দুটি পাঞ্জাবী উপকথা থেকে এসেছে। অনেকদিন আগের রূপকথার বা উপকথার গল্প ঠাকুমাদের মুখ ঘুরে, তাদের চেহারায় আর পোষাকে হয়তো অনেক পরিবর্তন হয়েছে। মূল কাহিনীটি কিন্তু একই রকম আছে। বোধহয় এখানেই গল্পের মজা।





কিছু তথ্য

সংখ্যা - ২৭০
পৃষ্ঠা সংখ্যা -৩৬
ফাইল সাইজ - ২৫ এম বি 
ফরম্যাট - সিবিজি
ধার দিয়েছেন - কল্পন 
স্ক্যান / এডিট - শিঞ্জিনী


No comments:

Post a Comment