হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাসী অর্থাৎ হিন্দুরা বিশ্বাস করেন প্রানী মাত্রই মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করে। বুদ্ধেরও মৃত্যুর পর পুনর্জন্ম হয়েছিল। বুদ্ধত্ব লাভ এবং মানুষকে রোগ জরা ও মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্যে বোধিসত্ব বারবার জন্মলাভ করেছিলেন। বিভিন্ন জন্মে বোধিসত্ব কখনো মানুষ, কখনো বাঁদর, কখনো হরিণ, কখনো হাতি আবার কখনো বা সিংহরূপে জন্মলাভ করেছিলেন। বোধিসত্ব তাঁর বিভিন্ন আয়ুস্কালে জ্ঞান, ক্ষমা মৈত্রী ও সুবিচারের বাণী ছড়িয়ে আছে। গ্রন্থবদ্ধ ইঁদুর ব্যবসায়ী ও অমূল্য সম্পদ কাহিনিদুটি তার ব্যতিক্রম নয়।
কিছু তথ্য
সংখ্যা - ২৬৯
পৃষ্ঠা সংখ্যা -৩৬
ফাইল সাইজ - ৩০.৫ এম বি
ফরম্যাট - সিবিজি
ধার দিয়েছেন - সৌরদীপ
স্ক্যন/এডিট - শিঞ্জিনী
দারুণ দারুণ! আরো আসতে থাকুক!
ReplyDelete